জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপর পার্টির সকল কার্যক্রমে অদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন।
রোববার (৬ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আইনজীবী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও আইনজীবী কলিমুল্লাহ মজমদারের মাধ্যমে তিনি এ আবেদন করেন।
এদিন ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিন আবেদনের উপর অংশিজ শুনানি শেষ করেন৷ আগামী ১৩ নভেম্বর অধিকতর শুনানির তারিখ ধার্য করেন।
গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জিএম কাদেরের উপর জাতীয় পার্র্টির দলীয় যাবতীয় কার্যক্রম থেকে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ জারি করেন।
গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও মশিউর রহমান রাঙ্গা গত ৩ অক্টোবর জিএম কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে আদালত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
আদালত আদেশে জিএম কাদেরকে ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের গঠনতন্ত্রের আলোকে পার্টির কোনো সিদ্ধান্ত যাতে গ্রহণ করতে না পারে এবং কোনো কার্যক্রম চালাতে না পারে সেই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হলো বলে উল্লেখ করেছেন।