আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিজঅনার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার এবং প্রতিষ্ঠানটির এক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ আদেশ দেন।

চলতি বছর সেপ্টেম্বরে মো. আবুল বাশার নামে এক গ্রাহক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন। তবে সমন জারির পরও আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এতথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে, মামলার বাদী আলেশা মার্টের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বাজাজ মোটরসাইকেল ক্রয়ের জন্য আলেশা মার্টে অর্ডার দেন। কিন্তু অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হন আসামিরা। পরে বাদীকে তিনি টাকার পরিবর্তে এক লাখ আঠারো হাজার টাকার একটি চেক দেন। ওই চেক নগদায়নের জন্য বাদীর নিজ ব্যাংক হিসাবে জমা দিলে তা ডিজঅনার হয়। এরপর আসামির প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করা সত্ত্বেও টাকা না পাওয়ায় বাদী এই মামলা করেন।

বাদী আরও জানান, তিনি একজন ছাত্র ও চাকুরীপ্রার্থী। চলাচলের সুবিধার জন্য ধার করা টাকায় তিনি মোটর সাইকেল ক্রয় করার জন্য টাকা দেন। তিনি আরও বলেন, তার এই কষ্টের টাকা বা মোটর সাইকেল দিয়ে দিলে আসামিদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *