গরু চুরির মামলায় জামিন হয়নি ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের

ধামরাইয়ে গরু চুরির অভিযোগের মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেত্রী বাবলী আক্তার জামিনের আবেদন না মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৬ নভেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধী করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিনের আবেদন না মঞ্জুর করেন।

গত ৩ নভেম্বর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  গত ২ নভেম্বর  ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়।

গ্রেফতারকৃত বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

Leave a Comment