জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের করা আদালত বদলি চেয়ে আবদন নামঞ্জুর হয়েছে।
বুধবার (২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত এ আদেশ দেন।
আল-আমিনের বিরুদ্ধে স্ত্রী ইশরাত জাহানের করা একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলাটি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে বিচারাধীন। তবে আল-আমিনের ধারণা তিনি এ মামলায় ওই আদালতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।
এজন্য ১৬ অক্টোবর মামলাটি ওই আদালত থেকে বদলির আবেদন করেন আল-আমিন। তার পক্ষে আইনজীবী আব্দুর রহমান (সুমন) এ আবেদন করেন। আদালত ২ নভেম্বর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। এদিন শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। অর্থাৎ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতেই মামলাটির বিচার চলবে।
গত ৭ সেপ্টেম্বর একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবি করে আদালতে ইসরাত জাহান মামলাটি দায়ের করেন।
২৭ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান আল-আমিন।