ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানীসহ দুই জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বিচার শুরু হওয়া অপর আসামি হলেন, হাফেজ মাসুম বিল্লাহ।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ, এম জুলফিকার হায়াতের আদালত মঙ্গলবার (১৭ জানুয়ারি) আসামি অব্যাহতির আবেদন না মঞ্জুর করে চার্জগঠনের আদেশ। একই সাথে আগামী ১ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
তবে আদালতে ওঠানো আগে ডান্ডাবেড়ি পড়ানো হয়। এরপর তাকে আদালতের এজলাসে তোলা হয়।
চার্জগঠনের সময় এই দুই আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রার্থণা করেন।
মাদানী পক্ষের আইনজীবী শোহেল মোঃ ফজলে রাব্বী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য প্রদান করে। এই বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। ওই ঘটনায় ধানমন্ডির ১৫ নম্বর মিতালী সড়কের বাসিন্দা সৈয়দ আদনান হোসেন রফিকুল মাদানীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
২০২১ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর বাসন থানার সাব ইন্সপেক্টর মো. সাখাওয়াত হোসেন দুই আসামির চার্জশিট দাখিল করেন।