ঢাবির সাবেক সেই শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেদন ৯ জানুয়ারী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে
প্রাইভেটকারের চাপায় রুবিনা আক্তার নামে এক নারী নিহতের মামলায় আগামী ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটির এজাহার গ্রহণ করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. জাফরকে মামলাটি তদন্ত করে ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জানা যায়, গত শুক্রবার দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় পড়ে গিয়ে গাড়ির বাম্পারে তার পোশাক আটকে যায়। চালক গাড়ির নিচে আটকে যাওয়া রুবিনাকে নিয়ে বেপরোয়া গতিতে টিএসসি হয়ে নীলক্ষেতের দিকে যান। নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের কাছে গাড়িটি আটকে রুবিনাকে জীবিত উদ্ধার করেন পথচারীরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। ঘটনার রাতে রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।

মামলার আসামি আজহার জাফর শাহ জনগনের পিটুনীতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *