সোস্যাল মিডিয়া ফেসবুক পেজ/ আইডিতে ফলোয়ার ও ওয়াচটাইম বাড়ানোর আকর্ষণীয় অফার দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। সম্প্রতি এক ভুক্তভোগী নাম প্রকাশ না করা শর্তে Md Shohriyar Rana Shimul নামে এক আইডির বিরুদ্ধে অভিযোগ তুলেন। ইতিমধ্যে ওই ভুক্তভোগীর সাথে হয়ে যাওয়া প্রতারণার স্কিনশর্ট বার কাউন্সিলেএক্সামের হাতে পৌছিয়েছে।
প্রতারিত হওয়া ওই ভুক্তভোগী বলেন, আমার একটা নতুন পেজ খুলেছি। এরপর আমি Md Shohriyar Rana Shimul নামে আইডি থেকে ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর নামে অফার দেখি। এরপর Md Shohriyar Rana Shimul যোগাযোগ করলে আগাম ৫০০ টাকায় চাই। কথামত এই 01329463206 নগদে ৫০০ টাকা দেয়। তবে শিমুল আরও ৬০০ টাকা চাই কাজ শুরু করার জন্য তখন বিষয়টি আমার সন্দহ হলে টাকা না দিয়ে কল করলে আর রিসিভ করেননি। একাধিক বার যোগাযোগ করার পরেও সেই টাকা ফেরত দেয়নি।
তিনি আরও বলেন, ফেসবুক বিভিন্নগ্রুপে এসব অনেক প্রতারণারচত্র রয়েছে। মিথ্যা কথা বলে হাজার হাজার টাকা মেরে দিচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায়ও যোগাযোগ করেছি। সংশ্লিষ্ট থানার ওসি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমার সাথে যে প্রতারণা হয়েছে, অন্য কারো সাথে না হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। Md Shohriyar Rana Shimul আইডিতে সকলের কাছে রিপোর্ট দেওয়ার অনুরোধ করেন তিনি।
এদিকে Md Shohriyar Rana Shimul নামের ওই ব্যক্তির সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও কল রিসিভ করেননি।
নিম্মে ফেসবুকে প্রতারণার উদ্ধেশ্য কিছু তুলে ধরা হলো-
আইডি লিংক- https://www.facebook.com/groups/2017909461691224/user/100075430345831