নতুন লুকে ক্যাটরিনা কাইফ

ক্যামেরার সামনে নিজেকে সুন্দর আকর্ষণীয় দেখাতে কে না চাই। এই কারণেই অনেক মডেল/ নায়িকা তাদের মুখমন্ডল সুন্দর দেখাকে চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়। বিষয়টি কখন কখনও তাদের জন্য আশীর্বাদ আবার অভিশাপেরও কারণ হয়ে দাঁড়ায় । তবে এবারে অস্ত্রোপচার করে নতুন চেহারা প্রকাশ করার পর ভক্তদের কটাক্ষের মুখে পড়তে হলো বলিউড জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, বর্তমানে ক্যাটরিনা কাইফ ব্যস্ত রয়েছে তার আগামী ছবি { ভূত পুলিশ } এর প্রচারে। সে কারণে { বিগ বস } হাউসে তিনি গিয়েছিলেন ছবির প্রচার করতে। সেখানে তাকে দেখে অনেক অনুরাগীরা নানা রকমের মন্তব্য মুখে পড়তে হয়েছে।

এক ভক্ত তার মন্তব্যে বলেন, বহুবার অস্ত্রোপচার করলে আর কেমন দেখতে লাগবে তাকে (ক্যাটরিনা)? কেউ আবার বলেন, নায়িকারা কেন এতবার অস্ত্রোপচার করেন। আবার কেউ এই রকম বক্তব্যে বলেছেন, ক্যাটরিনা নিজের সুন্দর মুখটা নষ্ট করে ফেলেছেন, কেন অহেতুক এসব করতে যান।

উল্লেখ্য, বলিউডের শুধু ক্যাটরিনা কাইফ নয়, এর আগে এমন অস্ত্রোপচারের ফলে কটাক্ষের শিকার হতে হয়েছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাকেও। তবে ক্যাটরিনা কাইফকের নতুন চেহায়তে দর্শক মোটেই খুশি নয়, এটাই মন্তব্যের বহির প্রকাশ।

Leave a Comment