বার কাউন্সিলপরীক্ষার আগে যা করনীয়

বার কাউন্সিল পরীক্ষার আর মাএ কয়েকদিন বাকি রয়েছে। এখন নতুন করে পড়ার কিছু নেই, শুধু রিভিশন দিতে থাকুন, বার বার পড়ুন। কার রোল কতো পাশে কে পড়বে তাকে না খুঁজে,পরীক্ষা হবে কি হবেনা তা না ভেবে নিজে সময়টাকে কাজে লাগান, যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন যেন সকল পরিস্থিতিতে জয় লাভ করতে পারেন।মনে রাখবেন পরীক্ষার হলে কেউ আপনাকে হেল্প করবে না।

অন্যের আশায় পরীক্ষার হলে যাবেন না। নিজে যে কয়টা সিউর পারবেন তাই দাগাবেন, অন্য কেউ আপনার চেয়ে সঠিক এটা ভাবলে ভুল করবেন। অতি আবেগে সব দাগাতে যাবেন না তাহলে ফেইল নিশ্চিত। মনে রাখবেন এখানে আপনাকে পাশ মার্ক উঠাতে হবে এ প্লাস নয়, খুব সাবধান।

আরেকটি টিপস বেয়ার এক্ট পড়ুন, সূচিপএটা ভালো ভাবে পড়বেন অনেক কিছু কমন পাবেন।যাদের ভালো প্রিপারেশন নেই তারা শর্ট টাইমে এটা পড়বেন। ভয় পাবার কিছু নেই, এখন মনে হবে কিছুই পারিনা, মনে থাকছেনা, বিশ্বাস করুন হলে গিয়ে প্রশ্ন পড়লে সব মনে পড়বে। ঠান্ডা মাথায় এক্সাম দিবেন।

তাড়াহুড়ো করে ভুল করা যাবেনা। ভালোভাবে প্রশ্ন পরে উওর দিবেন।সময়ের প্রতি সচেতন হতে হবে না হয় সব প্রশ্ন কাভার করতে পারবেন না। এজন্য যে কয়টা দিন আছে নিজেরা বাসায় বসে ঘড়ি ধরে এক্সাম দিন, চেস্টা করুন সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার। প্রাকটিস না করলে হলে গিয়ে আপনি নির্দিষ্ট সময়ে শেষ করতে পারবেন না।

আর কয়েকটা দিন তারপর আপনার নামের পাশে এডভোকেট শব্দটি বসবে ভাবুন তো কতো ভালো লাগবে। সুস্থ থাকতে হবে বেশি প্রেশার নিয়ে পরীক্ষার আগে অসুস্থ হয়ে লাভ নেই। আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন। অবশ্যই পরীক্ষার ২ঘন্টা আগে হলে গিয়ে বসে থাকবেন, কারন ১মিনিট লেট হলেও আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *