আইনজীবী তালিকাভুক্তকরণ (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি মৌখিক (ভাইবা) পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করেছেন বাংলাদেশ বার কাউন্সিল। এছাড়াও হাইকোর্ট পারমিশনের পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ( সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদার এর স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপে নৈবর্ত্তিক উত্তীর্ণদের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করেন ৫৩১৫ জন পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫জন। এর মধ্যে পাশ করেছেন ৫৩১৫জন।
উল্লেখ্য, আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। কোনও পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
হাইকোর্ট পারমিশন পরীক্ষার্থীরা একবার মৌখিক (ভাইভা) পরীক্ষায় অকৃতকার্য হইলে দ্বিতীয় বার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
নোটঃ ২০২৩ সালে যে সকল শিক্ষার্থী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিনামূল্যে “bar Council exam ” অ্যাপস। বার কাউন্সিল এক্সাম অ্যাপসে কুইজে অংশগ্রহণ করে নিজেলে যাচাই করুন।
অ্যাপস লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.lawquestionbank.android