বার কাউন্সিল এক্সাম অ্যাপসে কুইজে জিতলেন পুরস্কার

বার কাউন্সিল এক্সাম (Bar Council Exam) অ্যাপসে কুইজে অংশগ্রহণ করে সর্বোচ্চ স্কোর অর্জনকারীদের তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। কুইজে অংশগ্রহণকারীর মধ্যে প্রথম স্থান অধিকারী হয়েছেন, আবদুল্লাহ আল নোমান, দ্বিতীয় মো. রাকিব (২য়) এবং তৃতীয় আহমেদ রেজা।

বার কাউন্সিল এক্সাম (Bar Council Exam) অ্যাপসের পক্ষ থেকে ১ম স্থান অধিকারী জন্য ৫০০ টাকা, ২য় স্থানে ৩০০ ও ২য় ২০০ টাকা করে প্রদান করা হয়েছে। বার কাউন্সিল এক্সাম অ্যাপসের পক্ষে তিন শিক্ষার্থীকে অভিনন্দন।

★ প্রতিমাসে পুরস্কারের ব্যবস্থা থাকবে বার কাউন্সিল এক্সাম অ্যাপসের পক্ষে থেকে।

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কুইজ অ্যাপসে রয়েছে আনলিমিটেড প্রশ্ন-উত্তর। পরীক্ষার্থীরা এটি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সাথে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তবে এজন্য পরীক্ষার্থীকে অংশ নিতে হবে কুইজে।

বার কাউন্সিল এক্সাম অ্যাপসে যা পাচ্ছেন:

★ প্রতিনিয়ত বার কাউন্সিল এমসিকিউ কুইজ প্র্যাকটিসে বাড়াবে নিজস্ব দক্ষতা ও পাশ করার শতভাগ নিশ্চয়তা।

★’Bar Council Exam’ App’s এ রয়েছে আনলিমিটেড এমসিকিউ প্রশ্ন-উত্তর। সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করার সুযোগ।

★ ‘Bar Council Exam’ App’s এ প্রতিমাসে অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণ করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে।

★ ‘Bar Council Exam’ App’s এ রয়েছে গ্রুপ ভিত্তিক চ্যাট করার সুযোগ ও ভয়েস প্র্যাকটিস।

★ বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার বিগত সালের প্রশ্নের আলোকে সম্পূর্ণ নতুনরুপে এমসিকিউ/ লিখিত/ ভাইভা প্র্যাকটিস করার সুযোগ।

বিস্তারিত জানতে ভিজিট করুণ- ‘Bar Council Exam’ App’s (Play Store App)

লিংক:
https://play.google.com/store/apps/details?id=com.lawquestionbank.android

বিঃদ্রঃ বিজয়ী ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী আগামী ৩ এপ্রিলের মধ্যে যোগাযোগ করার অনুরোধ রইলো।