বার কাউন্সিল থার্ড এক্সামিনার এর নিকট খাতা পেন্ডিং কাকে বলে?

থার্ড এক্সামিনার এর নিকট খাতা পেন্ডিং কাকে বলে?

যাঁদের খাতা থার্ড এক্সামিনারের কাছে পেন্ডিং আছে, তার মানে হচ্ছে আপনার খাতা পুনরায় মূল্যায়ন করবেন তৃতীয় একজন এক্সামিনার। সাধারণত অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেন দুই জন এক্সামিনার।দেন তাদের মধ্যে যদি উক্ত খাতার নাম্বারের ডিফারেন্স ২০ বা তার বেশি হয়, সে ক্ষেত্রে থার্ড এক্সামিনার উক্ত খাতাটা আবার রিচেক করবেন।যেমন এক্সামিনার-১ আপনাকে ৪০ নাম্বার দিয়েছিল, কিন্তু এক্সামিনার-২ আপনাকে ৬২ নাম্বার দিলো। এখন নাম্বার ডিফারেন্স দেখা যাচ্ছে ২২। এক্ষেত্রে আপনার খাতা পুনরায় মূল্যায়ন করার জন্য থার্ড এক্সামিনারের নিকট পাঠানো হবে।তিনি যদি পাশ দেন, তাহলে পাশ। আর তিনি যদি ফেইল দেন তাহলে ফেইল।

তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রিভিয়াস রেকর্ড বলতেছে থার্ড এক্সামিনারের নিকট থাকা খাতাগুলোর পরীক্ষার্থীরা বেশিরভাগ পাশ করে যায়।আশাকরি একটু প্যাসেন্স রাখেন, অনেকেই পাশ করে যাবেন।

এখন অনেকে প্রশ্ন করেছেন, এগুলোর জন্য কি আলাদা দরখাস্ত করতে হবে কী না? না আপনাকে আলাদা কোন দরখাস্ত করতে হবে না অথবা নতুন করে কোন ডকুমেন্টও দিতে হবে না।অপেক্ষা করুন ভালোকিছুর জন্য। যদিও আপনারা অনেকটা উদ্বেগের মধ্যে আছেন।তবুও আল্লাহ্‌র উপর ভরসা করুন।বেশি বেশি প্রার্থনা করুন।শুভ কামনা রইল আপনাদের জন্য।

আপনাদের রেজাল্ট ভাইভা পরীক্ষার আগেই দিয়ে দিবে।ততোদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ভাইভা ১০-১৫ দিনের মধ্যে হয় তাহলে আপনাদের রেজাল্ট হয়তো ৮-১০ দিনের মধ্যেই দিয়ে দিবে।

লেখক: মাহমুদ ওয়াজেদ

Leave a Comment