বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

আইনজীবী হিসেবে তালিকাভূক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫২০৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাতে বার কাউন্সিলের ওয়েব সাইটে এ ফল প্রকাশ করা হয়।

তবে এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ২০৯ জন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

https://www.barcouncil.gov.bd/result-of-enrollment-written-examination-held-on-17-09-2022/

নোটঃ ২০২৩ সালে যে সকল শিক্ষার্থী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিনামূল্যে “bar Council exam ” অ্যাপস। বার কাউন্সিল এক্সাম অ্যাপসে কুইজে অংশগ্রহণ করে জিতে নিন পুরস্কার। সেই সাথে যাচাই করুন নিজেকে।

অ্যাপস লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.lawquestionbank.android

Leave a Comment