শিক্ষানবিশ আইনজীবীদের জন্য নতুন আঙ্গিকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি মূলক কুইজ অ্যাপস “বার কাউন্সিল এক্সাম” ( Bar Council Exam) প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। বর্তমানে “বার কাউন্সিল এক্সাম” ( Bar Council Exam) অ্যাপসে রয়েছে আনলিমিটেড প্রশ্ন-উত্তর। বার কাউন্সিল পরীক্ষার্থীরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আর কুইজে অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
বার কাউন্সিল এক্সাম অ্যাপসে যা পাচ্ছেন:
★ প্রতিনিয়ত বার কাউন্সিল এমসিকিউ কুইজ প্র্যাকটিসে বাড়াবে নিজস্ব দক্ষতা ও পাশ করার শতভাগ নিশ্চয়তা।
★’Bar Council Exam’ App’s এ রয়েছে আনলিমিটেড এমসিকিউ প্রশ্ন-উত্তর। সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করার সুযোগ।
★ ‘Bar Council Exam’ App’s এ প্রতিমাসে অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণ করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে।
★ ‘Bar Council Exam’ App’s এ রয়েছে গ্রুপ ভিত্তিক চ্যাট করার সুযোগ ও ভয়েস প্র্যাকটিস।
★ বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার বিগত সালের প্রশ্নের আলোকে সম্পূর্ণ নতুনরুপে এমসিকিউ/ লিখিত/ ভাইভা প্র্যাকটিস করার সুযোগ।
বিস্তারিত জানতে ভিজিট করুণ- ‘Bar Council Exam’ App’s (Play Store App)
লিংক: