হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু হচ্ছে। যা ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সম্প্রতি এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমানের সই করা এই সংক্রান্ত নোটিশ জারি করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। আর হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি হতে পারে।
উল্লেখ্য, পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে পরীক্ষার কোনো আবেদন গ্রহণ করার সুযোগ নেই বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটঃ যে সকল শিক্ষানবিশ ছাত্র-ছাত্রীরা ‘বার-কাউন্সিল’ এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আসেছে “Bar Council Exam” কুইজ App’s। সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করুণ ও পরুস্কার জিতে নিন।
অ্যাপস লিংক: https://play.google.com/store/apps/details?id=com.lawquestionbank.android