ঢাকার নিম্ম আদালতের (নৈশ/সান্ধ্যকালীন) ডাকঘর খোলার আদেশ জারি করায় বাংলাদেশ ডাক বিভাগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিইউবিটি লইয়ার্স এসোসিয়েশন (বুলা)।
বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের পক্ষে ঢাকা নগরী দক্ষিণ বিভাগের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি), অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল (এপিএমজি) ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি)কে শুভেচ্ছা জানান বিইউবিটি লইয়ার্স এসোসিয়েশন (বুলা) নামের এক সংগঠন।
বিইউবিটি লইয়ার্স এসোসিয়েশন (বুলা) পক্ষ থেকে উপস্থিত ছিলেন বুলার সভাপতি এডভোকেট আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মেহেদী হাসান, এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট মোঃ মিলন হোসেন, এডভোকেট আলমগীর হোসেন, এডভোকেট আবদুল্লাহ আল আশিক, এডভোকেট আব্দুল কাইউম সজীব, এডভোকেট রিয়াজ উদ্দিন, এডভোকেট কেয়া, এডভোকেট নুপুর, এডভোকেট এরশাদ উল্লাহ, আব্দুল্লাহ সহ প্রমুখ।
জানা যায়, আইনজীবীদের কষ্ট লাঘবে ঢাকা জজ কোর্ট (নৈশ/সান্ধ্যকালীন) ডাকঘর খোলার জন্য ২০২১ সালে প্রেরিত নোটিশের প্রেক্ষাপটে চলতি মাসের ১ তারিখ হতে ঢাকা জজ কোর্ট (নৈশ/সান্ধ্যকালীন) ডাকঘর খোলার আদেশ জারি করেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি)।