মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। আবার এই মানুষ তার শখের বসে পোষেন প্রাণীও। সাধারণত পোষা প্রাণী বলতে আমরা, গরু, ছাগল মুরগী, কুকুর কিংবা বিড়ালকে বুঝি। তবে পশু বিজ্ঞানীরা বলছেন, পোষা প্রাণী মানুষের শরীর ও মস্তিষ্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায়্য করে। মানুষের অবসর সময়ে খেলাধুলোর সঙ্গীও হয়ে উঠে এই পোষ্য। কিন্তু সেই পোষা প্রাণী যদি হয় জোঁক? তাহলে মনে কেমন প্রশ্ন জাগতে পারে। অবাক তো হওয়ার কথা।
সম্প্রতি আমেরিকান এক তরুণী তার বাড়িতে ৫টি জোঁক পুষেছেন। যা সোস্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
প্রতিটির জোঁকের আবার আলাদা আলাদা নামও রয়েছে। তবে অবাক করা কাণ্ড হচ্ছে- পোষ্যদের বাঁচিয়ে রাখতে নিজের রক্ত খাওয়ান তাদের। তবে তিনি একা নয় এর সঙ্গে তার সঙ্গী হয়েছেন প্রেমিকও। দুজনে মিলে নিয়মিত তাদের রক্ত পান করান জোঁকেদের। তবে এসব কথা শুনে আপনার চোক কপালে ওঠতে পারে। কারণ ওই তরুণী বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, জোঁকদের প্রতিদিনও রক্ত পান করাতে হয়, এমনটা কিন্তু নয়। বছরে কয়েক বার পান করালেই চলে।
ওই তরুণী আরও জানান, জোঁক কীভাবে রক্ত খায়, সে আগ্রহ থেকে তার এই পদক্ষেপ। । আর সেখান থেকেই এই শখ জাগে। এরপর থেকে ঠিক করেন, ওদেরই পোষ্য হিসাবে পাশে রাখবেন। এই ভাবেই শুরু হয় তার জোঁক পোষা। তরুণী বলেন, জোঁক এমন এক পোষ্য, যেটি পোষার জন্য আলাদা করে কোনো টাকা খরচ করতে হয় না। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো চিন্তাই নেই। ওদের পেটে খাবার থাকলে কোন প্রকার সমেস্যা করে না।