বিইউবিটি ল’ইয়ার্স এসোসিয়েশন বুলার নতুন কমিটির অভ্যর্থনা

বিইউবিটি ল’ইয়ার্স এসোসিয়েশন “বুলার” নতুন কমিটির অভ্যর্থনা ও পুরাতন কমিটির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুলা কর্তৃক আয়োজিত স্টার কাবাব এন্ড হোটেলের ৪র্থ তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কমিটির অভ্যর্থনা ও পুরাতন কমিটির বিদায়ী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, পরিচালনা করেন সাধারন সম্পাদক সাইফ উদ্দিন মজুমদার এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আল মাহমুদ (পিয়াস)।

এছাড়াও বুলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তৌসিফ মাহমুদ ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান (শুভ) উভয়েই বুলার সাফল্য কামনা করেন এবং সব সময় পাশে আছেন মর্মে বক্তব্য রাখেন।

পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩-২০২৪ এ সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান (মামুন) ও সাধারন সম্পাদক পদপ্রার্থী খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের এবং নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোঃ খোরশেদ মিয়া আলম ও সৈয়দ মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য পদপ্রার্থীরা শুভেচ্ছা বক্তব্য রাখার পাশাপাশি সব সময় বুলার পাশে থাকার অভিব্যাক্তি প্রকাশ করেন।

কার্যকরী কমিটি ২০২২-২৪ এর পূর্নাঙ্গ কমিটির তালিকা:

মোঃ আবু বকর সিদ্দিক, ফয়সাল আল মাহমুদ (পিয়াস), সায়কা জাহান সাথী, আকরামুল ইসলাম, শাহজাহান শেখ, আসিফ উল হক, বোরহান উদ্দিন, আশরাফুল আলম খান, মোঃ সিরাজুল ইসলাম ফয়সাল, মোঃ সায়কা কবির জিথী এইচ.এম রাশিদুল ইসলাম, মনির হোসেন রিয়াম, জাকারিয়া অর্নব, সাইফ উদ্দিন মজুমদার, কাজী হুমায়ূন কবির কাওসার আহম্মেদ, আমেনা আক্তার রিয়া, মুশফিক সেতু, সাইদুল ইসলাম সাইদ, আবু তাহের রনি, আবদুল্লাহ আল আশিক, সুজন মিয়া, সোহেল চৌধুরী, শেখ হাফিজর রহমান, মীর আলমগীর হোসেন, আব্দুল কাইয়ুম সঞ্জীব, সৈয়দ হাসানুর রহমান রিয়াদ, তানভীর আহমেদ, মোঃ হাসান আলম ইসতিয়াক তানভির ইমরান, মোঃ জাকারিয়া বাবু, মোঃ আল ইমরান জিকো, মোঃ সাদেকুর রহমান তমাল, আমিন খান, রায়হান নোমান, শামিম হোসেন, রিয়াজ উদ্দিন,মোঃ মামুনুর রশিদ খান, মোঃ আল আমিন, মোঃ মিলন হোসেন, আরিফ সরকার পাভেল, মোঃ আমির হোসেন, আতিকা মহসিনা, আসমা আক্তার নুপুর, নাজমিন সুলতানা লিমা নেহমাতুননেসা, জোনাকি আক্তার ঝিনুক তামান্না তাবাস্সুন কেয়া, মোঃ ওবায়দুল্লাহ কাজী, রাসেল মিয়া, জোবায়ের খান, সরকার রাশেদুল ইসলাম পাহাড়ী, সজীব সরকার, নুরে আলম, শেখ বাপ্পি, মোঃ মইনুল ইসলাম বাপ্পি ,সাদ্দাম হোসেন, মোঃ এনামুল হক, নাইম মাহমুদ মেহেদী হাসান, লিটন খান, মোঃ সজিবুল ইসলাম, রাহুল দেবনাথ, মোঃ রাকিবুল ইসলাম, আবুল হাসান সুজন, তানভীন আহম্মেদ, মোঃ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ মাসউদ
হোসাইন মোহাম্মদ আরাফাত, আতাউর রহমান রাজন, আরিফ সরকার, আতিয়া নাসরিন এ্যানি, এস,এম, রেফাত-উল-হুদা ফয়সাল হক আকাশ, মিজানুর রহমান, আহম্মেদ নাজমুস সাকিব, মোঃ রামিম হোসেন, রাকিবুল ইসলাম মুন্না, তরিকুল ইসলাম তারেক, রিপন মিয়া মোঃ আরাফাত রহমান, মনজুরুল ইসলাম নাদিম, জয় দেবনাথ, আজিজুল হাকিম রুমন, মোঃ তানভীর হাসান, সাকিবুল ইসলাম সাকিব, আব্দুল্লাহ আল মামুন, এস.এম মারুফ হাসান ও শরিফুল ইসলাম।

Leave a Comment