বনানী থানার ওসিসহ আ.লীগের ১৬ জনের বিরুদ্ধে বিএনপির মামলা খারিজ

সহযোগিতা না করার অভিযোগ বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াসহ আওয়ামী লীগের ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরই তাপস কুমার পাল এ তথ্য জানান।

এর আগে সোমবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে পরে আদেশ জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

মামালার অপর আসামির হলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বনানী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, সহ-সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির, শ্রমিক লীগ কর্মী বাবু, শফিক, বনানী থানার যুবলীগ কর্মী শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন ও ফারুক। এছাড়াও আরও ২০০/৩০০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।

Leave a Comment